খালেদা জিয়া স্মরণে ২২তম বিসিএস প্রশাসন ফোরামের দোয়া মাহফিল ও আলোচনা সভা


খালেদা জিয়া স্মরণে ২২তম বিসিএস প্রশাসন ফোরামের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত
ঢাকা, — তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ২২তম বিসিএস প্রশাসন ফোরাম। ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অবদানের কথা স্মরণ করেন বক্তারা। তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম।
ঢাকা অফিসার্স ক্লাবের ট্রেজারার এবং বৈষম্যবিরোধী সরকারি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব এম এ আব্দুল খালেক, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহম্মেদ, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মুনজুর মোর্শেদ চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।
এছাড়া ঢাকা বিভাগের কমিশনার মো. শরাফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান লিটন স্মৃতিচারণ করেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি মো. সামছুল ইসলাম মেহেদী সভায় সভাপতিত্ব করেন।










