উত্তরায় ব্যাটারি রিকশা সিন্ডিকেটে জিম্মি মেট্রোরেলের যাত্রীরা


মেট্রোরেল। ছবি সংগৃহীত
উত্তরার মেট্রোরেল স্টেশন ঘিরে গড়ে উঠেছে ব্যাটারিচালিত রিকশাচালকদের একটি প্রভাবশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেট এখন যাত্রীদের উপর চরম দমন-পীড়ন চালাচ্ছে। বাইরের রিকশাকে ঢুকতে না দেওয়া, জোর করে যাত্রী নামিয়ে নেওয়া, মারধর, হুমকি এমনকি রিকশার চাবি কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। এসব ঘটছে পুলিশের সামনে, অথচ প্রশাসন নিশ্চুপ।
সাভার, আশুলিয়া, বিরুলিয়া, আক্রান, চারাবাগসহ আশপাশের এলাকার যাত্রীদের কাছে মেট্রোরেল সংলগ্ন ব্যাটারিচালিত রিকশা ছিল একমাত্র নির্ভরতা। কিন্তু এখন এই বাহনটি হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি এক ব্যাটারি রিকশাচালক রমজান আলী তার যাত্রীসহ উত্তরা সেন্টার স্টেশনে যাওয়ার পথে উত্তরার কিছু চালকের বাধার মুখে পড়েন। তাকে থামিয়ে যাত্রী নামিয়ে নেওয়া হয়। এমনকি অনেক চালককে মারধরও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, আগে বিরুলিয়ার আক্রান মোড় থেকে সরাসরি মেট্রো স্টেশনে যাওয়া যেত। এখন পঞ্চবটিতে নামিয়ে অন্য রিকশায় উঠতে বাধ্য করা হয়। দুই কিলোমিটার পথের জন্য আদায় করা হচ্ছে ২০ টাকা, একটি রিকশায় তোলা হয় ৬ জন যাত্রী।
রিকশাচালক আফজাল বলেন, “এটা আমাদের এলাকা, বাইরের কেউ যাত্রী তুলতে পারবে না।”
এ ব্যাপারে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের ডিসি আনোয়ার সাঈদ বলেন, “আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব।”
এদিকে শুধু উত্তরায় নয়, রাজধানীর অন্যান্য মেট্রোরেল স্টেশনেও এমন অবস্থা তৈরি হয়েছে, যেখানে ব্যাটারিচালিত যানবাহনগুলো একচেটিয়া দখলে রেখেছে যাত্রী পরিবহণ ব্যবস্থা।