শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আব্দুর রহমান তরফদার


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান তরফদার। ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুর রহমান তরফদার। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারি সেবা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মো. আব্দুর রহমান তরফদারকে নতুন এ দায়িত্ব প্রদানকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নতুন সচিব দায়িত্ব গ্রহণের পর শ্রমজীবী মানুষের কল্যাণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রম নীতি বাস্তবায়নে অগ্রগতি হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশাবাদী।