৬ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে ৭ ডিগ্রি


রাজশাহীতে শীতের তীব্রতা দেখা যাচ্ছে, ভোরের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় শহরের দৃশ্য। ছবি সংগৃহীত
রাজশাহীতে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে রেকর্ড করা ৭.৫ ডিগ্রি সেলসিয়াসের পর এটি নতুন নিম্নতম মান।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, এ শীত মৌসুমে ৭ ডিগ্রি সেলসিয়াসই রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। গতকালের তুলনায় একদিনেই ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় এই নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকালজুড়ে রাজশাহীতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত ঘটেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এই জেলার মধ্যে রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারিতে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যেতে পারে, যার মধ্যে একটি হতে পারে তীব্র।










