শারদীয় দুর্গাপূজা ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৪৩ এএম
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে র‌্যাবের বাড়তি টহলদল মোতায়েন। ছবি:সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে র‌্যাবের বাড়তি টহলদল মোতায়েন। ছবি:সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলদলসহ সারা দেশে ২৮১টি টহলদল মোতায়েন করা হয়েছে।

এছাড়া প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পূজা উদযাপন পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে কাজ করছে।

র‌্যাব জানিয়েছে, আগামী ৩ অক্টোবর পর্যন্ত পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার কার্যক্রম অব্যাহত থাকবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বাড়তি সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কেউ যদি নাশকতার চেষ্টা করে, সে বিষয়ে সঠিক তথ্য পেলে তা দ্রুত র‌্যাবকে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা কেন্দ্রিক যেকোনো আইনশৃঙ্খলা সংক্রান্ত সহায়তার জন্য র‌্যাবের কন্ট্রোল রুম এবং জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।