Something went wrong

মুছাব্বির হত্যা মামলায় প্রধান শ্যুটারসহ তিনজন গ্রেফতার

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১০ জানুয়ারী, ২০২৬ এ ৬:২৩ এএম
ডিবির অভিযানে গ্রেফতার মুছাব্বির হত্যাকাণ্ডের প্রধান শ্যুটারসহ তিন অভিযুক্ত। ছবি: সংগৃহীত

ডিবির অভিযানে গ্রেফতার মুছাব্বির হত্যাকাণ্ডের প্রধান শ্যুটারসহ তিন অভিযুক্ত। ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শ্যুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো ব্যক্তি এবং ঘটনার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজন রয়েছেন।

ডিবির একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া প্রধান শ্যুটারের নাম জিনাত। এছাড়া হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লালকেও আটক করা হয়েছে। অপর গ্রেফতার ব্যক্তি এই দুজনের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় মুছাব্বিরকে খুব কাছ থেকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনার পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলাটি করা হয়। তদন্তে নেমে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে।

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য, অর্থের লেনদেন কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।