ভোটাধিকার পাচ্ছেন ১০ লাখ সরকারি কর্মকর্তা


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে তিনি এ তথ্য জানান।
সংলাপে সিইসি বলেন, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় ২১ লাখ মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যাতে আসন্ন নির্বাচনে ভোটের স্বচ্ছতা বজায় থাকে।
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে ভূমিকা রাখে, তাও আমরা প্রত্যাশা করছি।”
সিইসি নাসির উদ্দিন জানান, প্রবাসী ভোটার ও নির্বাচনে দায়িত্ব পালনরত সরকারি চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী এবার ভোট দিতে পারবেন। তিনি বলেন, “আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যা আয়নার মতো স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।”
ইসির এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য চার কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এবং বিকেলে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।
আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ইসি সংলাপ করবে। এরপর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের আয়োজন করা হবে। এর আগে ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে প্রথম দফার সংলাপ অনুষ্ঠিত হয়, যদিও সেখানে অর্ধেকেরও বেশি আমন্ত্রিত প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি।