প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই


ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী মো. সালাউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
২০০৮ সালের ১৩ জুলাই থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি আইন অঙ্গনে সুদীর্ঘ সময় ধরে সুনামের সঙ্গে কাজ করেছেন।
সালাউদ্দিন আহমেদ ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি সম্পন্ন করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল’ স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
১৯৭০-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন এবং পরবর্তীতে ড. কামাল হোসেনের সহযোগী হিসেবে আইনপেশায় যুক্ত হন। তার কর্মজীবন, নৈতিকতা ও অবদান বাংলাদেশের বিচার ব্যবস্থায় চিরস্মরণীয় হয়ে থাকবে।




