নোয়াখালীতে জলাবদ্ধতা- ৬৪ হাজার পরিবার পানিবন্দি, প্রস্তুত ৪৬৬টি আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই, ২০২৫ এ ৪:১১ এএম
নোয়াখালীতে জলাবদ্ধতা- ৬৪ হাজার পরিবার পানিবন্দি । ছবি: সংগৃহীত

নোয়াখালীতে জলাবদ্ধতা- ৬৪ হাজার পরিবার পানিবন্দি । ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণের কারণে নোয়াখালীতে পানিবন্দি হয়ে পড়েছে ৬৩ হাজার ৮৬০টি পরিবার। জেলার মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তবে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনমনে।

ইতোমধ্যে ২৬৮টি পরিবার ১৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে ডুবে গেছে অনেক গ্রামের ঘরবাড়ি, সড়ক এবং ফসলের মাঠ।

সদর উপজেলার বাসিন্দা মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, ‘ভারী বৃষ্টির কারণে আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। আমরা একরকম পানিবন্দি অবস্থায় আছি। তবে ভোররাত থেকে বৃষ্টি না থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছি। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ২০২৪ সালের বন্যায় আমরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম।’

কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন বলেন, ‘এবারের পানি ২০২৪ সালের বন্যার চেয়েও বেশি হয়েছে। অনেকের ঘরবাড়ি ডুবে গেছে, বাতাসে ভেঙে পড়েছে। অধিকাংশ মানুষ এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।’

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, জেলার প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবক তৎপর রয়েছে। ইতোমধ্যে ১০১টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। ৫০০ টন চাল, ২৭৮০ প্যাকেট শুকনো খাবার এবং নগদ ১৮ লাখ টাকা মজুদ রাখা হয়েছে। জেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আজকের প্রথা / মেহেদি হাসান