খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিদেশি প্রতিনিধিরা


বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন। জানাজা শেষে রাজধানীতেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে কয়েকটি দেশের প্রতিনিধিদলের আগমনের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল ঢাকায় আসছেন। এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন।
ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর হাইকমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের তথ্যও পাওয়া গেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। একাধিক দেশ তার রাজনৈতিক অবদান ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা উল্লেখ করে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছে।
‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।








