আঞ্চলিক সহযোগিতা জোরদারে বিমসটেক-জার্মানির আলোচনা


বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে ও জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সাক্ষাৎকালীন মুহূর্ত। ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ—বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
সোমবার (৮ অক্টোবর) ঢাকায় বিমসটেক সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে জার্মান রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিমসটেকের বর্তমান কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
মহাসচিব ইন্দ্র মনি পান্ডে বলেন, বিমসটেকের প্রধান উদ্দেশ্য হলো আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। তিনি রাষ্ট্রদূতকে সংস্থাটির চলমান প্রকল্প ও সদস্য নয় এমন অংশীদার দেশগুলোর সঙ্গে গড়ে ওঠা সহযোগিতার চিত্রও তুলে ধরেন।
সাক্ষাৎকালে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বিমসটেকের এ পর্যন্ত অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং সংস্থাটির আঞ্চলিক ঐক্য ও সংহতি বৃদ্ধিতে ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জার্মানি বিমসটেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, বিশেষ করে প্রযুক্তি, সবুজ শক্তি এবং বাণিজ্যিক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে।










