দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া তথ্য ফাঁসে গ্রেপ্তার হলেন পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৫ এ ৬:১৮ এএম
ছবি : আজকের প্রথা  গ্রাফিক্স

ছবি : আজকের প্রথা গ্রাফিক্স

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া নির্দেশ ফাঁসের অভিযোগে অমি দাশ নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে সিএমপির খুলশী থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের হয়েছে।

অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল হলেও প্রেষণে তিনি খুলশী থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবার নাম রাজিব দাশ। সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ আগস্ট ওয়াকিটকির মাধ্যমে কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হওয়ার প্রেক্ষিতে এই নির্দেশনা দেন তিনি। কমিশনারের দেওয়া সেই বার্তা ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

সংবেদনশীল বার্তা ফাঁস হওয়ায় চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা অস্বস্তিতে পড়েন। গোপন নির্দেশ বাইরে চলে যাওয়ায় তারা তদন্তে নামে। তদন্তে অমি দাশকে চিহ্নিত করে অবশেষে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১১ আগস্ট রাতে নগরের সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। এর পরদিন কমিশনার ওয়্যারলেসে সিএমপির সব সদস্যকে সতর্ক থেকে আগ্নেয়াস্ত্র ও লাইভ অ্যামুনিশন নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি স্পষ্টভাবে জানান, কোনো পুলিশ টহল পার্টি কিংবা চেকপোস্টে অস্ত্র উঁচানো মাত্রই গুলি চালাতে হবে। আত্মরক্ষার অধিকার এবং আইন অনুযায়ী এ নির্দেশ কার্যকর থাকবে বলেও কমিশনার তার বার্তায় উল্লেখ করেন।