বিমানবাহিনীর একাধিক শাখায় অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
১৩ জানুয়ারী, ২০২৬ এ ৫:২৭ এএম
বাংলাদেশ বিমানবাহিনীর অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রম। ছবি সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রম। ছবি সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, মিটিওরলজি ও শিক্ষা (পদার্থবিজ্ঞান) শাখায় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদনকারীরা স্বল্পমেয়াদি কমিশন (DE) ও বিশেষ স্বল্পমেয়াদি কমিশন (SPSSC)—এই দুই ক্যাটাগরিতে অফিসার ক্যাডেট হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।

ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করতে হলে যন্ত্র, তড়িৎ, কম্পিউটার, অ্যারোনটিক্যাল বা সমজাতীয় বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। এডিডব্লিউসি ও মিটিওরলজি শাখার জন্য বিএসসিতে পদার্থ বা গণিতসহ সিজিপিএ ৩.০০ এবং এসএসসি ও এইচএসসিতে পদার্থ ও গণিতে এ গ্রেডসহ জিপিএ ৪.৫০ আবশ্যক।

লিগ্যাল শাখায় আবেদনকারীদের আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স—উভয় পর্যায়েই ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। শিক্ষা শাখায় (পদার্থবিজ্ঞান) আবেদন করতে হলে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ ৩.০০ অর্জন করতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৬৪ ইঞ্চি এবং নারীদের জন্য ৬২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। পুরুষদের বুকের মাপ ৩২ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি) এবং নারীদের জন্য ২৮ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি) হতে হবে। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারিত হবে। দৃষ্টিশক্তি শাখাভেদে ৬/১২ থেকে ৬/৩৬ পর্যন্ত গ্রহণযোগ্য।

বয়সের ক্ষেত্রে ২৩ জুন ২০২৬ তারিখে স্বল্পমেয়াদি কমিশনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বিশেষ স্বল্পমেয়াদি কমিশনের ক্ষেত্রে বয়সসীমা ২১ থেকে ৩৫ বছর। বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

প্রশিক্ষণকালীন সময়ে অফিসার ক্যাডেটরা মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর পদবি অনুযায়ী সরকার নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে। পাশাপাশি মেধাবী অফিসারদের জন্য বিদেশে উচ্চশিক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, সপরিবার যাতায়াত এবং উন্নত চিকিৎসাসেবার সুযোগ থাকবে।

নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষায় (আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ/সাধারণ জ্ঞান) অংশ নিতে হবে। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং সর্বশেষ আন্তবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করা হবে।

উপসংহার

দেশের আকাশসীমা রক্ষার দায়িত্বে যুক্ত হতে আগ্রহী মেধাবী তরুণদের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর এই অফিসার ক্যাডেট নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের সময়মতো অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

👉 Apply Online for Bangladesh Air Force Officer Cadet Recruitment