লন্ডনে ফিলিস্তিন অ্যাকশন বিক্ষোভে শত শত গ্রেপ্তার


পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভে পুলিশের ব্যাপক ধরপাকড়। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। আন্দোলনকারীদের দাবি, এটি লন্ডনে একদিনে সংঘটিত সর্ববৃহৎ গণগ্রেপ্তার।
গত শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত এই বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। তারা গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ অবসান এবং ফিলিস্তিন অ্যাকশন সংগঠনের প্রতি সমর্থন জানানোর দাবিতে প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে সমবেত হন। অনেক পোস্টারে লেখা ছিল— “আমি গণহত্যার বিরোধী, আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, বিক্ষোভকারীরা মাটিতে বসে উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন— “গাজা থেকে হাত সরাও।” কিছুক্ষণ পর পুলিশ তাদের একজন একজন করে সরিয়ে নিতে থাকে। এ সময় জনতার ভিড় থেকে শোনা যায়— “শেম অন ইউ” বা “লজ্জা তোমাদের”।
মেট্রোপলিটন পুলিশ এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে জানায়, রাত ৯টার মধ্যে ফিলিস্তিন অ্যাকশনের প্রতি সমর্থন প্রদর্শনের অভিযোগে মোট ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযোগে আরও আটজনকে আটক করা হয়, যার মধ্যে পাঁচটি মামলা দায়ের হয়েছে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে।
এই ঘটনায় মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের এই ধরনের ব্যাপক গ্রেপ্তার বাকস্বাধীনতার ওপর আঘাতের সামিল এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। অপরদিকে, পুলিশের দাবি— আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।