মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে ট্রাম্পের কড়া মন্তব্য


ট্রাম্প এবং ইলন মাস্কের ছবি : সংগৃহীত
ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়ে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর।” তিনি জানান, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থাই যথেষ্ট কার্যকর। নতুন দল তৈরি করলে তা কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি।
ইলন মাস্ক গত কয়েক সপ্তাহ ধরে নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত দিয়ে আসছিলেন। অবশেষে শনিবার এক্স (টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি ঘোষণা দেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের বিকল্প হিসেবে ‘আমেরিকা পার্টি’ গঠন করেছেন।
প্রসঙ্গত, ট্রাম্প ও মাস্ক একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন ও বড় অঙ্কের অনুদান দেন মাস্ক। নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গিয়ে ট্রাম্প তাঁকে সরকারি দক্ষতা দপ্তরের প্রধান করেন। তবে পরে মতবিরোধের কারণে মাস্ক প্রশাসন থেকে সরে দাঁড়ান এবং সম্পর্কের অবনতি ঘটে।
গত শুক্রবার ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ নামের বিতর্কিত করছাড় ও ব্যয় বৃদ্ধির বিল আইনে পরিণত করেন। মাস্ক এ বিলের তীব্র সমালোচনা করে পরদিন নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন।
ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লিখেছেন, “মাস্ককে পুরোপুরি পথহারা হতে দেখে সত্যিই খারাপ লাগছে।
আজকের প্রথা/মে-হা