বোমা হামলার হুমকি: কানাডার ছয়টি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন


ছবিঃ সংগৃহীত
বোমা হামলার হুমকির পর কানাডার ছয়টি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটেছে। দেশটির বিমান ট্র্যাফিক কর্তৃপক্ষ এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগরি ও ভ্যাঙ্কুভার বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
বিমানবন্দরগুলোর কর্মীরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে এবং সাময়িক নিষেধাজ্ঞা জারি করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) অটোয়া ও মন্ট্রিয়ল বিমানবন্দরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল, যা নিউইয়র্ক সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির একজন মুখপাত্র।
অটোয়া পুলিশ জানিয়েছে, রাজধানীর বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, বেশ কিছু ফ্লাইট এক ঘণ্টা বা তারও বেশি সময় বিলম্বিত হয়েছে।
মন্ট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, হুমকির বিষয়টি সমাধান হয়েছে। বিমানবন্দরের মুখপাত্র এরিক ফরেস্ট বলেন, “সকালে ফ্লাইট সূচিতে সামান্য প্রভাব পড়েছিল, তবে এখন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।”
ক্যালগারি বিমানবন্দরের এক মুখপাত্র জানান, ঘটনাটি কার্যক্রমে সামান্য প্রভাব ফেলেছে মাত্র।
আজকের প্রথা/এআর