বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক, ইরানের হাতে জব্দ চোরাই ট্যাংকার

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১৩ ডিসেম্বর, ২০২৫ এ ৮:৫৪ এএম
ওমান উপসাগরে ইরানের কোস্টগার্ডের অভিযানে জব্দ চোরাই ডিজেলবাহী ট্যাংকার জাহাজ। ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে ইরানের কোস্টগার্ডের অভিযানে জব্দ চোরাই ডিজেলবাহী ট্যাংকার জাহাজ। ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেল বহনকারী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। এ ঘটনায় জাহাজটির বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকসহ মোট ১৮ জন ক্রুকে আটক করা হয়েছে। শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপকূলে অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করা হয়।

ইরানি কর্তৃপক্ষ জানায়, জাহাজটি সন্দেহজনকভাবে সাগরে ভাসমান অবস্থায় ছিল। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ট্যাংকারটিতে বিপুল পরিমাণ চোরাই ডিজেল রয়েছে এবং নেভিগেশন সিস্টেম বিকল থাকায় এটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে কোস্টগার্ড সদস্যরা জাহাজটি আটক করে তল্লাশি চালান।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফার্স নিউজ প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাতে জানায়, জাহাজটিতে আনুমানিক ৬০ লাখ লিটার ডিজেল ছিল। জব্দের সময় জাহাজে ১৮ জন ক্রু অবস্থান করছিলেন, যাদের সবাইকে হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।  খবর রয়টার্সের। 

তবে ট্যাংকার জাহাজটি কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়ে ইরানি কর্মকর্তারা নির্দিষ্ট কোনো তথ্য দেননি। বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় বলেও জানানো হয়েছে।

এর আগে গত মাসে পারস্য উপসাগর থেকেও একই ধরনের একটি চোরাই তেলবাহী ট্যাংকার জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড। সে ঘটনায়ও জ্বালানি পাচারের অভিযোগ ওঠে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে তেল পরিবহনকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে। গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন কর্মকর্তাদের দাবি ছিল, ওই জাহাজটি ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের ওই অভিযানের কয়েক দিনের মধ্যেই নিজেদের জলসীমায় চোরাই ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি পাচার রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং তদন্ত শেষে আটক ক্রুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।