ট্রাম্পের সিদ্ধান্তে বরখাস্ত মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান


ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুসকে চাকরিচ্যুত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুনে ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলা নিয়ে গোপন প্রতিবেদন ফাঁস হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে তাকে বরখাস্ত করা হয় বলে ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপিকেও বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত জুনে সংঘাতের শেষ দিকে মার্কিন বিমানবাহিনী ‘অপারেশন মিড নাইট হ্যামার’ পরিচালনা করে। এতে ইরানের ফার্দো, নানতাজ ও ইসফাহান শহরের একাধিক পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
ওই অভিযানে ক্ষয়ক্ষতি নিয়ে ট্রাম্প গর্ব প্রকাশ করেছিলেন এবং দাবি করেছিলেন, ইরান সহজে তা কাটিয়ে উঠতে পারবে না।
তবে ডিআইএ-এর গোপন প্রতিবেদনে বলা হয়, “যদিও মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবু দেশটি দ্রুতই তা পূরণ করতে সক্ষম হবে।” এ তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বিব্রত হন ট্রাম্প ও তার প্রশাসন।
এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াতে চাইছে, যাতে বোঝানো যায় যুক্তরাষ্ট্রের হামলা সফল হয়নি।” এ ঘটনাকে কেন্দ্র করে ডিআইএ প্রধানকে বরখাস্ত করা হয়।