ট্রাম্পের ঘোষণায় আমদানি শুল্ক কার্যকর

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৭ আগস্ট, ২০২৫ এ ৮:৫৭ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, পারস্পরিক শুল্ক ৬ আগস্ট মধ্যরাত থেকে কার্যকর হবে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক হিসেবে কোটি কোটি ডলার আদায় করবে। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এ তথ্য জানান তিনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু সূত্রে এ খবর জানা গেছে।

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, “পারস্পরিক শুল্ক আজ (৬ আগস্ট) মধ্যরাতে কার্যকর হবে! বহু বছর ধরে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে একতরফা সুবিধা নিয়েছে, এখন সেসব দেশের কাছ থেকেই শুল্ক আদায় শুরু হবে।” তিনি আরও লেখেন, “আমেরিকার মহত্ত্বকে শুধু মাত্র উগ্র বামপন্থি আদালত থামাতে পারে, যারা আমাদের দেশকে ব্যর্থ দেখতে চায়।”

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এ মন্তব্য মার্কিন আদালতে চলমান মামলাগুলোর প্রেক্ষিতে করা হয়েছে, যেখানে আমদানি শুল্ক আরোপের প্রেসিডেন্টের ক্ষমতা চ্যালেঞ্জ করা হচ্ছে। উল্লেখ্য, বহু কোম্পানি ও অঙ্গরাজ্য ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে মামলা করেছে, যেগুলোর ভিত্তি মূলত অর্থনৈতিক ক্ষতি। আইনজীবীরা বলছেন, মামলাগুলোর অধিকাংশেই ট্রাম্প প্রশাসন হেরে যাওয়ার পর আপিল করা হয়েছে এবং এসব মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বর্তমানে দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা ও মন্দা পরিস্থিতি বিবেচনায় সুদের হার কম রাখার বিষয়টি পর্যালোচনা করছেন। এই প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন শুল্ক নীতি মার্কিন ভোক্তাদের ওপর মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।