গ্রিনল্যান্ড দখলে বিরোধিতায় যুক্তরাজ্যসহ ৮ দেশে ট্রাম্পের শুল্ক হুমকি


গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করায় যুক্তরাজ্যসহ ইউরোপের আটটি মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় চুক্তি না হওয়া পর্যন্ত শুল্ক বহাল থাকবে বলে সতর্ক করেন ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
ঘোষণা অনুযায়ী, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব ধরনের পণ্যের ওপর প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে জানান ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সাম্প্রতিক সফর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ। তার ভাষায়, “যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে এসব দেশ একটি বিপজ্জনক খেলায় জড়িয়েছে।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ দেড়শ বছরের বেশি সময় ধরে গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা করে আসছে। বিশেষ করে পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’-এর জন্য গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কানাডার নিরাপত্তার বিষয়টিও এতে জড়িত বলে মন্তব্য করেন তিনি।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প স্পষ্ট করে বলেন, “গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান মেনে না নিলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হতে পারে। কারণ এটি আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।”
ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্য, জার্মানি ও অন্যান্য দেশের নেতারা এক যৌথ প্রতিক্রিয়ায় জানান, শুল্কের হুমকিতে ইউরোপ পিছু হটবে না। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় একযোগে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের অবস্থানের জবাবে এরই মধ্যে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ডেনমার্কের অনুরোধে জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশ সীমিত পরিসরে সামরিক সদস্য পাঠিয়েছে। পরিস্থিতি আরও জটিল হলে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।









