গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলি হামলায় নিহত ৬৩

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৮ জুলাই, ২০২৫ এ ৩:১৩ এএম
গাজায় বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরাইলি হামলা । ছবি সংগৃহীত

গাজায় বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরাইলি হামলা । ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণ পৌঁছানোর সুবিধার্থে ঘোষিত বিশেষ যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৩ জন, যাদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ ফিলিস্তিনি নাগরিক।

রবিবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইল ঘোষিত বিশেষ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও গাজা সিটিসহ তিনটি এলাকায় বিমান হামলা এবং গোলাবর্ষণ চালানো হয়।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার কিছু নির্দিষ্ট এলাকায় সামরিক অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল। তারা দাবি করে, এই বিরতির মাধ্যমে ত্রাণ পৌঁছানো সহজ হবে। তবে বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ আন্তর্জাতিক সংস্থাগুলোর।

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটির কিছু অংশে সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার কথা বলা হলেও ওই এলাকাগুলোতেই হামলার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ওষুধ ও খাদ্যবাহী গাড়ির জন্য নির্ধারিত রুট খোলা রাখার কথা জানায় ইসরাইলি সেনাবাহিনী।

অন্যদিকে, মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল-কাহেরা নিউজ জানায়, রাফা সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ পাঠানো শুরু হয়েছে। ইসরাইল থেকেও আকাশপথে ত্রাণ ফেলার কিছু প্রচেষ্টা দেখা গেছে। তবে জাতিসংঘ বলছে, বিকল্প রুট না থাকায় এবং নিরাপত্তা নিশ্চয়তা না দেওয়ায় তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি ঘোষণা মূলত আন্তর্জাতিক চাপ মোকাবিলার একটি কৌশল। তবে বাস্তব পরিস্থিতি এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।