হায়দরাবাদগামী পথে দুর্ঘটনার শিকার দক্ষিণী অভিনেতা বিজয়


তেলেঙ্গানার এনএইচ-৪৪ সড়কে দুর্ঘটনার শিকার বিজয় দেবরকোন্ডার গাড়ি। ছবি সংগৃহীত
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে ভাগ্যক্রমে এই ঘটনায় কেউ হতাহত হননি, সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এনএইচ-৪৪ মহাসড়কে (হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ে) এই দুর্ঘটনাটি ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় দেবরকোন্ডা অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গাড়ি পেছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো প্রাণহানি ঘটেনি।
ঘটনার পর গাড়িচালক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন এবং পুলিশ তদন্ত শুরু করে। দুর্ঘটনার পরপরই বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিনেতার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভক্তদের আশ্বস্ত করেন বিজয় দেবরকোন্ডা। তিনি এক্স হ্যান্ডেলে (পূর্বের টুইটার) লেখেন, “সব ঠিক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। নিরাপদে ফিরেছি।”
তিনি আরও লেখেন, “মাথাব্যথা করছে বটে, তবে এক প্লেট বিরিয়ানি খেয়ে ঘুমালে এমন কিছু নেই যা ঠিক হবে না। তোমাদের সবার ভালোবাসা ও দোয়া চাই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে গোপনে বাগদান সম্পন্ন করেছেন বিজয় দেবরকোন্ডা। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ তারকাদের উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানের খবর ইতোমধ্যে বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতে পারে।