রজনীকান্তের সঙ্গে ‘জেলর ২’-এ বিদ্যা বালানের অভিষেক

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২৭ অক্টোবর, ২০২৫ এ ৪:২১ এএম
রজনীকান্ত ও বিদ্যা বালান। ছবি: সংগৃহীত

রজনীকান্ত ও বিদ্যা বালান। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তের সঙ্গে এবার পর্দা ভাগ করতে পারেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তামিল সুপারহিট ছবি ‘জেলর’-এর সিক্যুয়েল ‘জেলর ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটিতে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে খলচরিত্রে, আর বিদ্যা অভিনয় করবেন তার বড় মেয়ের ভূমিকায়। যদিও রজনীকান্তের বিপরীতে সরাসরি বিদ্যাকে দেখা যাবে কিনা, সে বিষয়ে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত এই বিগ বাজেট ছবির শুটিং বর্তমানে চেন্নাইয়ে পূর্ণোদ্যমে চলছে। এরপর শুটিং ইউনিট পাড়ি জমাবে মনোরম গোয়ায়, যেখানে অ্যাকশন ও গানের দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হবে পোস্ট-প্রোডাকশন পর্ব, আর সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড় পর্দায় মুক্তি পেতে পারে ছবিটি।

কেরালার মেয়ে হলেও বিদ্যা বালান দীর্ঘদিন ধরেই বলিউডের শক্তিশালী অভিনেত্রী হিসেবে পরিচিত। যদিও তিনি ২০১৯ সালে তামিল ছবি ‘নেরকোণ্ডা পারবাই’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন, তবে এবারই প্রথম কোনো পূর্ণাঙ্গ দক্ষিণী ছবিতে তাঁর অভিষেক হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণী দর্শকদের কাছে নিজস্ব অভিনয় গুণে নতুন এক মাত্রা যোগ করবেন বলে প্রত্যাশা তৈরি হয়েছে ইতোমধ্যেই।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে ‘জেলর ২’-এর শুটিং সেট থেকে প্রকাশিত নেপথ্য দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে রজনীকান্তের অ্যাকশন দৃশ্য ছাড়াও পুরো টিমকে শুটিংয়ে ব্যস্ত দেখা যায়। দক্ষিণ ভারতীয় সিনেমাপ্রেমীদের এই ছবিটি নিয়ে আগ্রহ এখন তুঙ্গে।