আসছে ‘গদর ৩’ – আমিশা ও অনিল শর্মার দ্বন্দ্বের অবসান?


আমিশা প্যাটেল । ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় নায়িকা আমিশা প্যাটেল দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর ২’ সিনেমার মাধ্যমে দুই দশকেরও বেশি সময় পর বড় পর্দায় সাফল্য পান তিনি। তবে এ যাত্রায় সিনেমাটির পরিচালক অনিল শর্মার সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এবার শোনা যাচ্ছে, নির্মাতা নতুন সিনেমা ‘গদর ৩’ নিয়ে প্রস্তুতি শুরু করেছেন। সেখানে কি আবারও দেখা যাবে আমিশাকে?
‘গদর ২’ মুক্তির পর অভিযোগ উঠেছিল— সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য নাকি আমিশাকে না জানিয়েই পরিবর্তন করেন পরিচালক। অভিনেত্রীর দাবি ছিল, নায়ক সানি দেওলের চরিত্রকে প্রাধান্য দিতে গিয়ে তার ভূমিকাকে গুরুত্বহীন করা হয়েছে। অন্যদিকে অনিল শর্মা বলেছিলেন, আমিশা খানিকটা ‘খামখেয়ালি’। যদিও তিনি এটিও স্বীকার করেন যে, আমিশা তার ঘনিষ্ঠ মহলের অন্যতম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা জানান, ‘গদর ৩’-এ অভিনয় করতে তিনি আগ্রহী, তবে সিদ্ধান্ত নেবেন কেবলমাত্র চিত্রনাট্যের ভিত্তিতে। তিনি বলেন, আগের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন আর না হয়। যথাযথ চুক্তি ও কাগজপত্র সম্পন্ন হলে তবেই তিনি প্রজেক্টে যুক্ত হবেন।
অন্যদিকে পরিচালক অনিল শর্মা জানিয়েছেন, বর্তমানে তার সঙ্গে আমিশার সম্পর্ক বেশ ভালো। তিনি বিশ্বাস করেন, সময়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। পরিচালকের দাবি, তারা ও শাকিনা— উভয়েই ‘গদর’ ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ। তাই তৃতীয় কিস্তিতে তাদের চরিত্র নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর: এক প্রেম কথা’ ছিল বলিউডের অন্যতম ব্লকবাস্টার। এর ২২ বছর পর দর্শকের সামনে আসে ‘গদর ২’, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এখন অপেক্ষা কেবল তৃতীয় সিনেমার মুক্তির ঘোষণার। নির্মাতার ইঙ্গিত অনুযায়ী, এবার আর দীর্ঘ ২০ বছরের অপেক্ষায় থাকতে হবে না দর্শকদের।