অভিনয় থেকে সরে গিয়ে প্রযোজনায় মন দিচ্ছেন দীপিকা


দীপিকা পাড়ুকোন । ছবি : সংগৃহীত
মাতৃত্বের পর থেকে রূপালি পর্দায় খুব বেশি দেখা যায়নি বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে। ২০২৪ সালে মুক্তি পাওয়া কয়েকটি ছবিই তার সাম্প্রতিক অভিনয়যাত্রার শেষ চিহ্ন। গত বছরের সেপ্টেম্বরে কন্যাসন্তান দুয়ার জন্মের পর দীর্ঘ সময় অন্তরালেই ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
তবে ধীরে ধীরে চলচ্চিত্র জগতে ফিরতে শুরু করেছেন তিনি। সম্প্রতি মুম্বইয়ের বিভিন্ন স্থানে তাকে দেখা গেছে, পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্বের শুটিং নিয়েও চলছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, দীপিকা দিনে মাত্র আট ঘণ্টা কাজ করার শর্ত রেখেছেন, যা নিয়ে বলিউড মহলে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই খবর এসেছে, তিনি আরও একটি নতুন ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, এবার আর নায়িকার ভূমিকায় নয়, বরং প্রযোজক হিসেবেই কাজ করতে চান দীপিকা। তার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, “দীপিকা আপাতত অভিনয় থেকে কিছুটা দূরে থাকতে চান, যাতে তিনি প্রযোজক হিসেবে বেশি সময় দিতে পারেন এবং নতুন গল্পের পরিকল্পনা ও নির্মাণে মনোযোগ দিতে পারেন। বর্তমানে সেই ছবির জন্য মুখ্য চরিত্রের অভিনেত্রীর খোঁজ চলছে।” বলিউড মহলে ধারণা করা হচ্ছে, অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনের ভূমিকাতেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান দীপিকা। তার পরিকল্পিত পাঁচটি কাজের প্রথমটি হচ্ছে ‘দ্য ইন্টার্ন’ চলচ্চিত্র।
সূত্রটি আরও জানায়, “আগামী বছরে দীপিকা এমন গল্প দর্শকদের সামনে আনতে চান যা আন্তর্জাতিক পর্যায়েও সমানভাবে গ্রহণযোগ্য হবে।”
তবে ভক্তদের জন্য সুখবর, খুব শিগগিরই শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পর্বের কাজও শুরু হবে অদূর ভবিষ্যতেই।