সালমান খানের কথিত প্রেমিকা জেরিন খান এখন সফল উদ্যোক্তা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৩ আগস্ট, ২০২৫ এ ১০:৩৯ এএম
সালমান খান - জেরিন খান । ছবি: সংগৃহীত

সালমান খান - জেরিন খান । ছবি: সংগৃহীত

একসময় বলিউডের রঙিন পর্দায় ছিলেন নিয়মিত মুখ, এখন পরিচিত একজন উদ্যোক্তা হিসেবে। ২০১০ সালে সালমান খানের হাত ধরে ‘বীর’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী জেরিন খানের। প্রথম সিনেমাতেই তিনি জি সিনে অ্যাওয়ার্ডের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

সালমান খানের ‘যুবরাজ’ ছবির সেটে পরিচয় হয়েছিল জেরিনের সঙ্গে। প্রথম দেখাতেই জেরিনের গুণে মুগ্ধ হন সালমান এবং পরবর্তী চলচ্চিত্রে তাঁকে নায়িকা করার সিদ্ধান্ত নেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে নির্মিত হয় ‘বীর’। পরবর্তীতে তাঁকে সালমানের সঙ্গে ‘রেডি’ ছবিতে এবং ‘হাউজফুল-২’, ‘হেইট স্টোরি-৩’সহ একাধিক বলিউড ও তামিল ছবিতে দেখা যায়।

একসময় শোনা যেত, জেরিন সালমান খানের প্রেমিকা। তবুও নানা সুযোগ থাকা সত্ত্বেও বলিউডে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারেননি তিনি। সর্বশেষ বড় পর্দায় তাঁকে দেখা গেছে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম ভি একেলে, তুম ভি একেলে’ ছবিতে। এছাড়া ২০২২ সালে ‘ঈদ হো যায়েগি’ গানের মিউজিক ভিডিওতে নেচেছিলেন। এরপর তিনি পর্দার আড়ালে চলে যান এবং আলোচনার বাইরে থাকেন।

সম্প্রতি জেরিন নতুনভাবে আলোচনায় এসেছেন অভিনয় নয়, বরং উদ্যোক্তা হিসেবে। তিনি প্রতিষ্ঠা করেছেন ওয়েলনেস ব্র্যান্ড ‘হ্যাপি হিপ্পি’, যা আত্ম-যত্ন, ইতিবাচকতা এবং সচেতন জীবনধারার ওপর গুরুত্ব দেয়। ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে উদ্বোধনের সময় তিনি বলেন, “এমন কিছু যা আপনার যত্ন নেবে, এমনকি যখন আপনি তা করেন না! আমরা সেটাই করে দেখাব।”

জেরিনের নতুন উদ্যোগের লক্ষ্য শুধু ব্যবসা নয়; বরং ব্যস্ত জীবনের মাঝেও মানুষকে থেমে নিজের প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা, সুখ উদযাপন করা এবং ইতিবাচক জীবনধারা গড়ে তোলা। তাঁর বিশ্বাস, এই পদক্ষেপ তাঁকে অভিনয়ের বাইরেও নতুন পরিচিতি দেবে এবং সচেতন জীবনযাপন ও সামগ্রিক সুস্থতার একজন প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে।