বক্স অফিসে রেকর্ড গড়ছে দেবের নতুন ছবি - রঘু ডাকাত

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৮ অক্টোবর, ২০২৫ এ ৫:১৪ এএম
ইসলাম।ছবি: সংগৃহীত দেব অভিনীত ‘রঘু ডাকাত’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে, আয় ছাড়িয়েছে ১০ কোটি রুপি। ছবি: সংগৃহীত

ইসলাম।ছবি: সংগৃহীত দেব অভিনীত ‘রঘু ডাকাত’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে, আয় ছাড়িয়েছে ১০ কোটি রুপি। ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’ এই বছরের দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছে ছবিটি।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মসের যৌথ প্রযোজক মহেন্দ্র সোনি সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ ঘোষণা দিয়েছেন যে, ‘রঘু ডাকাত’ ১০ কোটি রুপির আয়ের মাইলফলক অতিক্রম করেছে। তিনি লিখেছেন, “আগামীকাল দেব ডে—মেগাস্টারের জন্য গর্বিত!” এবং হ্যাশট্যাগে উল্লেখ করেন #RaghuDakat10CroreClub।

তবে এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। জিত ভক্তরা দাবি করেছেন, প্রযোজক মহেন্দ্র সোনির এই অঙ্কের মধ্যে ‘জল মেশানো’ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে।

অন্যদিকে, জনপ্রিয় ট্র্যাকিং প্ল্যাটফর্ম স্যানক্লিক জানিয়েছে, ‘রঘু ডাকাত’ মুক্তির ১২ দিনের মধ্যেই ভারতের বক্স অফিসে ৭ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। যদিও মাল্টিপ্লেক্সে দেবের ছবি ও জিতের ‘রক্তবীজ ২’ এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, তবুও সিঙ্গল স্ক্রিনে ‘রঘু ডাকাত’ অনেক এগিয়ে।

দেবের আগের সফল ছবি ‘খাদান’ ও ‘ধূমকেতু’ এর পর এবার ‘রঘু ডাকাত’ তার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হতে যাচ্ছে। যদি ছবিটি ২৫ কোটির আয়ের সীমা পেরোতে পারে, তবে তা হবে দেবের জীবনের অন্যতম বড় অর্জন। ভক্তরা ইতিমধ্যে দাবি তুলেছেন, এসভিএফ যেন এবার ‘চাঁদের পাহাড়’ সিরিজের তৃতীয় পর্বে দেবকে নিয়ে নতুন অভিযানে ফেরায়। পূজার পর ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে দেবের আরেক প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’।