ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ


ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। ছবি:সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ভোট শুরু হওয়ার আগেই অনেক শিক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়েছেন। বেশ কিছু কেন্দ্রে ইতোমধ্যেই দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
গত রোববার (৭ সেপ্টেম্বর) ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। সারাদিন জুড়ে ক্যাম্পাসে প্রার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। টিএসসি, মধুর ক্যান্টিন, অনুষদ ভবন ও আবাসিক হলগুলোতে লিফলেট বিতরণ, স্লোগান ও প্রচারণায় মুখর ছিল পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন অংশ নিচ্ছেন।
মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।