মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে

ডেইলি স্টার ও আজকের পত্রিকার বিরুদ্ধে শিবিরের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট, ২০২৫ এ ৪:১৬ এএম
ডেইলি স্টার, ঢাবি শিবির ও আজকের পত্রিকার লোগো। ছবি : সংগৃহীত

ডেইলি স্টার, ঢাবি শিবির ও আজকের পত্রিকার লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্প্রতি দেশের দুই শীর্ষ গণমাধ্যম দ্য ডেইলি স্টারআজকের পত্রিকা-র বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই প্রতিবেদনের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত দুটি পৃথক প্রতিবাদপত্রে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৬ আগস্ট তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকার বাংলা ও ইংরেজি সংস্করণে ‘প্রক্টরিয়াল আদেশ অমান্য করে ঢাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিবির’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। ছাত্রশিবির দাবি করে, তারা নির্ধারিত নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই অনুষ্ঠান আয়োজন করেছিল এবং চলমান কার্যক্রম চলাকালীন প্রশাসনের অনুরোধ যথাযথভাবে অনুসরণ করেছে। শিবিরের মতে, অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গঠনমূলক। তারা আরও জানায়, প্রক্টরিয়াল নিষেধাজ্ঞার কোনো লিখিত বা আনুষ্ঠানিক নির্দেশনা তাদের দেওয়া হয়নি, সুতরাং নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন। প্রতিবাদপত্রে বলা হয়, মিথ্যা ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ করে একটি স্বনামধন্য ছাত্রসংগঠনের সম্মানহানি করা হয়েছে এবং সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা লঙ্ঘিত হয়েছে।

একই দিন আজকের পত্রিকা-তেও ‘ঢাবিতে প্রক্টরিয়াল নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শিবিরের কর্মসূচি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যা ছাত্রশিবিরের ভাষ্যমতে, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সেই প্রতিবেদন নিয়েও তীব্র প্রতিবাদ জানানো হয় এবং বলা হয়, প্রকৃত তথ্য যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।

ছাত্রশিবির আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট পত্রিকাগুলো এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত চালিয়ে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবে এবং যথাযথভাবে দুঃখ প্রকাশ করে ভ্রান্ত সংবাদ প্রত্যাহার করবে।