১৭ বছর পর ফের গ্রেপ্তার রাজশাহীর আলোচিত মাদক মামলার আসামি

রাজশাহী ( জেলা ) প্রতিনিধি
রাজশাহী ( জেলা ) প্রতিনিধি
২৩ জুলাই, ২০২৫ এ ১০:৩৯ এএম
রাজশাহীর বাঘায় ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনিরুল ইসলাম গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘায় ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনিরুল ইসলাম গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় ১৭ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতের নাম মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)। তিনি বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে বাঘার চক নারায়ণপুর পালপাড়া এলাকা থেকে র‍্যাব-৫ এর সিপিএসসির একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, ২০০৮ সালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মনিরুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। ওই ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালত মামলার রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। কিন্তু রায়ের পরপরই তিনি গা ঢাকা দেন এবং দীর্ঘ ১৭ বছর পলাতক ছিলেন।

র‍্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার অবস্থান নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। অভিযানকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গ্রেপ্তারের পর তাকে বাঘা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতের রায় অনুযায়ী তাকে যথাযথ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হবে।

স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর সম্প্রতি গোপনে দেশে ফিরে আসেন। তিনি এলাকায় আত্মগোপনে ছিলেন এবং লোকজনের সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, “র‍্যাবের সহযোগিতায় দীর্ঘ ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে দ্রুত কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।