Something went wrong

মধুপুরের বনের সড়কে গাড়ি চাপায় নিহত নারীর ছিন্নভিন্ন  লাশ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১০ জুলাই, ২০২৫ এ ২:০৮ এএম
অজ্ঞাত মৃত ব্যক্তি ছবি : আজকের প্রথা

অজ্ঞাত মৃত ব্যক্তি ছবি : আজকের প্রথা

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলে অজ্ঞাতনামা এক নারীর (বয়স আনুমানিক ৬০) ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মধুপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নিহতের দেহ মেলে মধুপুর জাতীয় উদ্যানসংলগ্ন টেলকী বাজার এলাকার বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ সংলগ্ন সড়কে। পুলিশের ধারণা, তিনি একজন পথচারী ছিলেন এবং অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় নিহত হন।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন জানান, "বনের মাঝামাঝি এলাকায় মহাসড়কের ওপর নারীর ছিন্নভিন্ন লাশ পাওয়া গেছে। সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

পুলিশ এখনও নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি। লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

 

আজকের প্রথা/মি-হা