কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা (জেলা) প্রতিনিধি
কুমিল্লা (জেলা) প্রতিনিধি
৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:০৬ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর সুজানগর এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, তারা কালিয়াজুড়ি পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজ নামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সোমবার তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার আগের রাতে নির্মমভাবে প্রাণ হারাতে হলো তাকে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, “রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আলাদা দুটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দুপুর পৌনে ১টায় নগরীর কান্দিরপাড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা বলছেন, ঘটনাটি রহস্যজনক। হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।