সিলেটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক


গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মো. আলমগীর আলম। ছবি : সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাথর লুটের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মো. আলমগীর আলম পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার তালিকাভুক্ত আসামি আলমগীর আলম। এছাড়া একই মামলায় জব্দ করা যন্ত্রপাতি চুরির অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলাতেও তিনি আসামি।
ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি সাদা পাথর লুটের ঘটনাতেও তিনি জড়িত কিনা, তা পুলিশ গভীরভাবে তদন্ত করছে।
এ ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, অবৈধ পাথর উত্তোলন দীর্ঘদিন ধরেই কোম্পানীগঞ্জে একটি বড় সমস্যা হিসেবে বিদ্যমান, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।