বিএনপির দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক ও বহিষ্কার


বিএনপির দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক । ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফা। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গত ৬ আগস্ট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ওই দুই নেতাকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে পাঠানো হলে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দলের শৃঙ্খলা রক্ষায় গুরুত্বারোপ করেছে। দলের শৃঙ্খলা এবং নীতিমালা মেনে চলা অত্যাবশ্যক বলে দলীয় বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ধরনের নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের মাধ্যমে দলকে সুসংগঠিত ও সক্রিয় রাখার লক্ষ্যে কাজ করে যাবে বিএনপি।
উল্লেখ্য, সম্প্রতি নানা সময়ে দলের অভ্যন্তরে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ উঠায় কঠোর হস্তক্ষেপ করা হচ্ছে। দলীয় একতা ও স্বচ্ছতার লক্ষ্যে এসব পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দলের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে।