পীরগাছায় পদ্মরাগের ছয় বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রংপুর (জেলা) প্রতিনিধি
রংপুর (জেলা) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৫৮ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছা রেলস্টেশনে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সারা দেশের সঙ্গে রংপুর অঞ্চলের রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণভাবে এবং চার জেলার আংশিকভাবে চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ক্রসিং শেষে লাইন পরিবর্তনের সময় হঠাৎ একটি পয়েন্ট ভেঙে যায়। ফলে মাত্র ৩০০ গজ অতিক্রম করার পরই ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে মালামাল হারানোর অভিযোগ করেছেন। দুর্ঘটনার সময় প্রায় দুই হাজার যাত্রী ট্রেনে ছিলেন।

এক যাত্রী নুরবানু জানান, তিনি পাশের সিটে ব্যাগ রেখে বাথরুমে যান। ফিরে এসে দেখেন ব্যাগটি নেই এবং পাশের যাত্রীরও কোনো খোঁজ মেলেনি। এ ঘটনা যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। দুর্ঘটনার পর এলাকাবাসী ও কৌতূহলী জনতা ভিড় জমায় ঘটনাস্থলে।

পীরগাছা রেলস্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, লাইন পরিবর্তনের সময় সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে দুর্ঘটনাটি ঘটে। এতে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে শুরু করে চারটি বগি লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারের কাজ শুরু হয়েছে। লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এ অবস্থায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার যাত্রীরা সম্পূর্ণভাবে এবং নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার যাত্রীরা আংশিকভাবে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে যাত্রীদের ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।