নিষিদ্ধপল্লি থেকে আটক টাঙ্গাইল যুবলীগ নেতা শাহ জনি

টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:২১ এএম
টাঙ্গাইলে গ্রেপ্তার শহর যুবলীগ নেতা শাহ জনি, আদালতে সোপর্দের আগে পুলিশ হেফাজতে

টাঙ্গাইলে গ্রেপ্তার শহর যুবলীগ নেতা শাহ জনি, আদালতে সোপর্দের আগে পুলিশ হেফাজতে

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি যৌনপল্লি থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার শাহ জনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকার বাসিন্দা এবং মো. ইসরাফিলের ছেলে। তিনি শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, জনির বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ৪ আগস্ট শহরের বটতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানো হয়। এতে কালিহাতী উপজেলার চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর লাল মিয়া বাদী হয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে শাহ জনির নাম ৪১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লি থেকে শাহ জনিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।

এই ঘটনায় এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, ছাত্র আন্দোলনের সময়কার সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা উচিত। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

গ্রেপ্তার যুবলীগ নেতা শাহ জনিকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা গুঞ্জন চলছে। অনেকে মনে করছেন, এই গ্রেপ্তার টাঙ্গাইলের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।