টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

টঙ্গি ( গাজীপুর ) প্রতিনিধি
টঙ্গি ( গাজীপুর ) প্রতিনিধি
১৩ ডিসেম্বর, ২০২৫ এ ৫:৪০ পিএম
গুলিবিদ্ধ বিকাশ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: প্রতীকী

গুলিবিদ্ধ বিকাশ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: প্রতীকী

গাজীপুরের টঙ্গীতে বিকাশ এজেন্টের এক কর্মচারীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুইজন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ ব্যক্তি হলেন আরিফ হোসেন (৩৫)। তিনি টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার বাসিন্দা এবং দেলোয়ার হোসেনের ছেলে। অপর আহত ব্যক্তি আজাদ, তিনি একই এলাকার বাসিন্দা এবং আরিফের সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, আরিফ হোসেন একটি বিকাশ এজেন্টের কর্মচারী হিসেবে টঙ্গী বাজারের বিভিন্ন বিকাশ দোকান থেকে এজেন্টের টাকা সংগ্রহ করছিলেন। সহকারী আজাদকে সঙ্গে নিয়ে তিনি মোট ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোডের ৮ নম্বর মা সফুরুন্নেছা সুপার মার্কেটের সামনে পৌঁছান।

সেখানে পৌঁছামাত্রই আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা আরিফ হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পাশের বুকের নিচে গুলি লাগে এবং বাম পাশে গুলির স্পর্শকাতর ক্ষত তৈরি হয়। একই সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আজাদকে আঘাত করে গুরুতর আহত করে।

দুজন আহত হওয়ার সুযোগে সন্ত্রাসীরা তাদের কাছে থাকা প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।

টঙ্গী সরকারি হাসপাতালের সহকারী সার্জন ডা. মোসা. নাহিদা সুলতানা জানান, গুলিবিদ্ধ আরিফ হোসেনের রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আজাদ বর্তমানে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ঘটনাটি টঙ্গী এলাকায় আবারও নগদ অর্থ পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করেছে।