‘এই পেশায় রাতারাতি কিছু পাওয়া যায় না’—প্রিয়ামনির বাস্তব অভিজ্ঞতা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৪ ডিসেম্বর, ২০২৫ এ ৭:০৩ এএম
মুম্বাইয়ে এক সাংবাদিক আড্ডায় নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরছেন অভিনেত্রী প্রিয়ামনি। বিস্তারিত জানতে লিঙ্ক কমেন্টে ক্লিক করুন…

মুম্বাইয়ে এক সাংবাদিক আড্ডায় নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরছেন অভিনেত্রী প্রিয়ামনি। বিস্তারিত জানতে লিঙ্ক কমেন্টে ক্লিক করুন…

দক্ষিণ ভারতের একাধিক ভাষার চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী প্রিয়ামনি। সাম্প্রতিক সময়ে বলিউড ও ওটিটি প্ল্যাটফর্মে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন। মুম্বাইয়ে এক সাম্প্রতিক সাংবাদিক আড্ডায় নিজের অভিনয়জীবন, কাজের অভিজ্ঞতা ও সাফল্যের বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

প্রিয়ামনি জানান, ‘জওয়ান’, ‘আর্টিকেল ৩৭০’ এবং অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। বিশেষ করে রাজ ও ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের মাধ্যমে তিনি দেশের নানা প্রান্তের দর্শকের কাছে পৌঁছাতে পেরেছেন। এই সিরিজের তৃতীয় মৌসুম ঘিরে নতুন করে আলোচনায় রয়েছেন তিনি।

বর্তমানে মুম্বাইকে নিজের কর্মজীবনের কেন্দ্র হিসেবে বেছে নিলেও বেঙ্গালুরুর সঙ্গে আবেগের সম্পর্ক এখনো অটুট বলে জানান প্রিয়ামনি। তিনি বলেন, প্রায় আট বছর ধরে মুম্বাইয়ে থাকলেও বেঙ্গালুরুই তার শিকড়। শৈশব ও বেড়ে ওঠার স্মৃতি সেই শহরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।

দক্ষিণী চলচ্চিত্র শিল্প ও বলিউডের কাজের ধরন তুলনা করে প্রিয়ামনি বলেন, কাঠামোগত দিক থেকে পার্থক্য খুব বেশি না হলেও সময় ব্যবস্থাপনায় ভিন্নতা রয়েছে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের শৃঙ্খলা তুলনামূলক বেশি। সেখানে ভোরে কাজ শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে শুটিং চালানোই স্বাভাবিক নিয়ম।

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে মনোজ বাজপেয়ীর স্ত্রীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করা মানেই শেখার সুযোগ। প্রতিটি শটে তার প্রস্তুতি ও অভিনয়শৈলী অনুপ্রেরণাদায়ক। নিজের পরিশ্রম ও দক্ষতার মাধ্যমেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন, যা নতুন শিল্পীদের জন্য বড় শিক্ষা।

নিজের ক্যারিয়ার নিয়ে বাস্তববাদী প্রিয়ামনি বলেন, এই পেশায় রাতারাতি কিছু পাওয়া যায় না। দীর্ঘ পরিশ্রম, প্রত্যাখ্যান ও সংগ্রামের মধ্য দিয়েই এগোতে হয়। তিনি জানান, বর্তমানে ভিন্নধর্মী চরিত্রের প্রস্তাব পাচ্ছেন এবং সবচেয়ে তৃপ্তির বিষয় হলো—এখন তিনি নিজের প্রাপ্য পারিশ্রমিকও পাচ্ছেন।

অভিনয়জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে প্রিয়ামনি মনে করেন, ধারাবাহিক কাজ ও ধৈর্যই একজন শিল্পীকে সাফল্যের পথে নিয়ে যায়। ভবিষ্যতেও তিনি চরিত্রনির্ভর ও চ্যালেঞ্জিং কাজের মাধ্যমে দর্শকের কাছে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান।