চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু


ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) এবং তাদের মেয়ে আয়েশা বেগম (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো বাড়ির অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল। ভোরে সাড়ে ৫টার দিকে অটোরিকশার ভেতর থেকে একটি ব্যাগ বের করতে যান হাওয়া বেগম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
হাওয়া বেগমকে বাঁচাতে এগিয়ে আসেন মেয়ে আয়েশা বেগম। কিন্তু সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মুহূর্তের মধ্যেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েন এ মর্মান্তিক দুর্ঘটনায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের দাবি, চার্জে দেওয়া ব্যাটারিচালিত যানবাহনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা না নিলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।