কাশতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে

মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ১১:২৬ এএম
ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ | আজকের প্রথা

ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ | আজকের প্রথা

সবুজ প্রকৃতি আর মনোরম পরিবেশের জন্য খ্যাত টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী এক কর্মসূচি গ্রহণ করেছে কাশতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন । ‘বিনামূল্যে বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কাশতলা দক্ষিণ পাড়া নূরানীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ২০০ টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কাশতলা দক্ষিণ পাড়া নূরানীয়া মাদ্রাসা চত্বরে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সেক্রেটারি জনাব মোহাম্মদ মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মো. মিজান ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আরিফুল ইসলাম রনি, রাকিব, রাসেল, আরিফ, রকিব, বাদল, আমিনুল, স্বাধীন, খোকন, কবির, কামরুলসহ আরও অনেকে।  

কাশতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ লিটন হোসেন বলেন, “সবুজ পৃথিবী গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতনতা অত্যন্ত জরুরি। তাই আমরা শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিচ্ছি যেন তারা নিজেরা গাছ লাগায়, যত্ন নেয় এবং পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখে। আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি হলেও গাছ লাগানো। গাছ শুধু পরিবেশকে রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আশীর্বাদস্বরূপ হয়ে থাকবে।