কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৫৪ এএম
ছবি: কালিহাতি ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচিতে কালিহাতির উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষকগণ ও সংগঠনের সদস্যরা

ছবি: কালিহাতি ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচিতে কালিহাতির উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষকগণ ও সংগঠনের সদস্যরা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় “কালিহাতী ব্লাড ফাউন্ডেশন’র আয়োজনে চারান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ২২০টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে চারা বিতরণ ও বৃক্ষরোপণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের প্রধান উপদেষ্টা মো. খায়রুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলিম খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল খান, কালিহাতী ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা ফারুক হোসেন এবং শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, “মানুষের জীবন বাঁচাতে যেমন রক্তের প্রয়োজন, তেমনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই কালিহাতী ব্লাড ফাউন্ডেশন নিয়মিত রক্তদান কর্মসূচি ও বৃক্ষ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব হতে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বদা তিনি কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের পাশে থাকবেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি হাসিব হোসাইন প্রান্ত, সাধারণ সম্পাদক কিবরিয়া আহমেদ কবির, ক্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ এবং স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর, রিফাত, সিফাত, মিলন, রবিন, রাহাত, আজিজ, সাজেদুলসহ আরও অনেকে।

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেছেন ঘাটাইল উপজেলার হামিদপুরের ব্যবসা প্রতিষ্ঠান মক্কা-মদিনা থাই গ্লাস এন্ড হার্ডওয়্যার এবং দক্ষিণ কোরিয়া প্রবাসী জনাব মোঃ লিটন হোসেন। সংগঠনের এই মহতী উদ্যেগে যারা সাবির্কভাবে সহযোগিতা করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কালিহাতি ব্লাড ফাউন্ডেশন।