হোয়াইটওয়াশের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের সম্ভাব্য একাদশ?


হোয়াইটওয়াশের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ!
টানা দুই ম্যাচে দুর্দান্ত জয়। সিরিজ জয় আগেই নিশ্চিত। এবার সামনে শুধুই ইতিহাস গড়ার সুযোগ—প্রথমবারের মতো শক্তিশালী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ।
আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। জয় পেলেই পাকিস্তানের কক্ষপথে নেমে আসবে এক ‘মগজধোলাই’ হোয়াইটওয়াশ দিয়ে!
🔥 পেছনের গল্পে বাংলাদেশ দুর্দান্ত:
প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১০ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশের পেসদ্বয় তাসকিন ও মুস্তাফিজ। পরে রান তাড়ায় ৭ উইকেট আর ২৭ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় পাকিস্তানের বোলাররা, বাংলাদেশ অলআউট হয় ১৩৩ রানে। কিন্তু টাইগার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তান গুটিয়ে যায় ১২৫ রানে। ফলে ৮ রানের টানটান উত্তেজনাময় জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
এটাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। এবার লক্ষ্য আরও বড়—হোয়াইটওয়াশ।
📊 পরিসংখ্যান বলছে:
এই পর্যন্ত দুই দল খেলেছে মোট ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে পাকিস্তান জিতেছে ১৯টিতে। বাংলাদেশ মাত্র ৫টি ম্যাচ জিতেছে। তবে সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাসে এখন পাল্লা ভারী বাংলাদেশেরই।
🧤 সম্ভাব্য একাদশে চমক নেই, থাকছে শক্তি-ভারসাম্য:
🟢 বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
-
পারভেজ হোসেন ইমন
-
লিটন দাস (অধিনায়ক)
-
তানজিদ হাসান তামিম
-
শামীম হোসেন
-
মাহেদি হাসান
-
তৌহিদ হৃদয়
-
জাকের আলি অনিক (WK)
-
রিশাদ হোসেন
-
শরিফুল ইসলাম
-
তানজিম হাসান সাকিব
-
মোস্তাফিজুর রহমান
🔴 পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
-
সালমান আগা (অধিনায়ক)
-
সাইম আইয়ুব
-
ফখর জামান
-
মোহাম্মদ হারিস
-
হাসান নওয়াজ
-
মোহাম্মদ নওয়াজ
-
সালমান মির্জা
-
খুশদিল শাহ
-
ফাহিম আশরাফ
-
আব্বাস আফ্রিদি
-
আহমেদ দানিয়াল
🏁 শেষ ধাপ, শেষ লড়াই – ইতিহাস কি আজই লেখা হবে?
পেসারদের আগুন, তরুণদের দৃঢ়তা আর আত্মবিশ্বাসী নেতৃত্ব—সব মিলিয়ে আজ মিরপুরে বাংলাদেশ মাঠে নামবে একটি লক্ষ্য নিয়ে—হোয়াইটওয়াশ।
পাকিস্তান কি পারবে সম্মান বাঁচাতে? নাকি টাইগারদের থাবায় আরও একবার মুখ থুবড়ে পড়বে তারা?
সব প্রশ্নের উত্তর মিলবে সন্ধ্যায়।
আজকের প্রথা/ফা-আ