শেষ মুহূর্তের গোলে ইতালিকে বিদায়, ফাইনালে ইংল্যান্ড


ফিরল ইউরো ২০২২-এর স্মৃতি, ক্লোয়ি কেলির গোলেই ফাইনালে ইংল্যান্ড!
আবার সেই ক্লোয়ি কেলি, আবার সেই অতিরিক্ত সময়ের নায়কোচিত গোল—ইউরো ২০২২-এর মতোই নাটকীয় মুহূর্তে ইংল্যান্ডকে ফাইনালে তুললেন তিনি। এবারের ইউরো সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল লায়নেসরা।
ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছে, তখন অতিরিক্ত সময়ের ১২০তম মিনিটে আ্যগি বিবার-জোনসকে ফাউল করে বসে ইতালি। পেনাল্টি পায় ইংল্যান্ড। শট নেন ক্লোয়ি কেলি। লরা জুলিয়ানি শট ঠেকালেও ফিরতি বল রিবাউন্ডে পাঠিয়ে দেন কেলি। স্টেডিয়ামে যেন আগুন ধরে যায় উল্লাসে!
এর আগেও ৯৬তম মিনিটে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান বদলি হিসেবে নামা কিশোরী স্ট্রাইকার মিশেল আগিয়েমাং। গোলের দারুণ嗑্যাপ করে ইতিহাস গড়ার ভিত রাখেন তিনি। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষেও এমন একটি সমতা-ফেরানো গোল ছিল তার পায়ে।
🟥 ইতালির স্বপ্নভঙ্গ:
২৮ বছর পর ইউরো সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল ইতালি। ৩৩তম মিনিটে বারবারা বোনানসিয়ার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় তারা। সোফিয়া ক্যান্টোরের ক্রসে ইংল্যান্ড ডিফেন্ডার লুসি ব্রোঞ্জের ভুলে সুযোগটা পেয়ে যান বোনানসিয়া।
ইংল্যান্ড যদিও ম্যাচজুড়ে বলের দখলে ছিল এগিয়ে, তবে গোল আসছিল না। প্রথমার্ধে লরেন জেমসের দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন জুলিয়ানি। পরে চোট পেয়ে মাঠ ছাড়েন জেমস।
৮৬তম মিনিটে গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটনের দুর্দান্ত ডাবল সেভ ইংল্যান্ডকে বাঁচিয়ে রাখে। ১১৭ মিনিটে আগিয়েমাংয়ের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরই আসে সেই মুহূর্ত—১২০তম মিনিট, এক পেনাল্টি, এক ঠেকানো শট, এক রিবাউন্ড, এক ইতিহাস!
🔥 ফাইনালে ইংল্যান্ড:
এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। আগামী ২৭ জুলাই, ফাইনালে তারা মুখোমুখি হবে জার্মানি বনাম স্পেন সেমিফাইনালের বিজয়ীর সঙ্গে।
আজকের প্রথা/ফা-আ