পিএসজিকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই, ২০২৫ এ ৫:২৫ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নতুন ফরম্যাটে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে ইংলিশ ক্লাব চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা ঘরে তোলে লন্ডনের ক্লাবটি।

সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল পিএসজি। সেই পারফরম্যান্স দেখে অনেকেই ফাইনালের আগে ফরাসি ক্লাবটিকেই ফেবারিট হিসেবে ভাবছিলেন। তবে চেলসি অধিনায়ক তখনই হুঁশিয়ার করে দিয়েছিলেন, "আমরা রিয়াল মাদ্রিদ নই।"

ফাইনালে সেই কথা অক্ষরে অক্ষরে প্রমাণ করল চেলসি। শুধু গোল খাওয়া ঠেকিয়েই নয়, পুরো ম্যাচে পিএসজিকে কার্যত কোনো সুযোগই তৈরি করতে দেয়নি ব্লুজরা। কোল পালমার ও এনজো ফার্নান্দেজের দুর্দান্ত মিডফিল্ড জুটিতে পিএসজির মাঝমাঠ ও আক্রমণভাগ ছিল পুরোপুরি নিষ্প্রভ।

প্রথমার্ধেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় চেলসি। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে জোড়া গোল করেন ইংলিশ মিডফিল্ডার কোল পালমার, যেটি ব্লুজদের ম্যাচে চালকের আসনে বসায়। আর ৪৩ মিনিটে পালমারের পাস থেকেই নিখুঁত ফিনিশিংয়ে পিএসজির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জোয়াও পেদ্রো।

এর আগে ২০২২ সালেও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল চেলসি। তবে এবার বড় পরিসরে নতুন ফরম্যাটে আয়োজিত প্রথম আসরের শিরোপা জয়ের মাহাত্ম্য নিঃসন্দেহে আরও বেশি।