তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৬ জুলাই, ২০২৫ এ ১২:৫৩ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইনআপে। আজ কলম্বোতে লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা। তবে মিডল অর্ডারে ধস নামে, আর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকেও হারের পর এবার পিছিয়ে থেকেও ফিরে এলো বাংলাদেশ। ১৬ রানের জয় এনে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা।

কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৪৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারায় স্বাগতিকরা। তবে তিনে নেমে সেই ধাক্কা সামাল দেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তিনি। ঝোড়ো ব্যাটিংয়ে কুশল মেন্ডিস করেন ৩১ বলে ৫৬ রান, আর মাদুশকা করেন ২৫ বলে ১৭ রান।

তিন উইকেট হারিয়ে দলীয় একশ ছুঁয়ে ফেলেছিল লঙ্কানরা এবং তখনও তারা জয়ের পথে ছিল। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশি স্পিনারদের তোপে ধস নামে তাদের ব্যাটিং লাইনআপে। মাত্র ৬ রান করা আসালঙ্কাকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শামীম হোসেন।

তকামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর, আর দুনিথ ভেল্লালেগেকে দ্রুত সাজঘরে পাঠান শামীম। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। তখন ভানিন্দু হাসারাঙ্গার সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনাইথ লিয়ানাগে। তবে হাসারাঙ্গা ১৬ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। তাকে আউট করেন মেহেদী হাসান মিরাজ।

 

আজকের প্রথা/এআরএলম