জয়ের মোড়কে লুকানো কান্না—মাইলস্টোন ম্যাচে বার্সার ট্র্যাজেডি


📰 বার্সেলোনার শোকবার্তা: মাইলস্টোন ট্র্যাজেডিতে হৃদয়ে বাংলাদেশ
ঢাকার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে শোকাহত ইউরোপিয়ান ফুটবল জায়ান্ট এফসি বার্সেলোনা।
এ ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে স্প্যানিশ ক্লাবটি একটি আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছে বাংলাদেশে তাদের স্বীকৃত ফ্যান ক্লাব পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা-র ঠিকানায়।
বার্সেলোনা শহর থেকে পাঠানো এই বার্তায় স্বাক্ষর করেছেন ক্লাবটির বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রম বিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া, এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বশ।
বার্তায় লেখা আছে:
‘সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত। এফসি বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সকলের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন থাকবে।’
এই মানবিক বার্তা প্রেরণের মাধ্যমে বার্সেলোনা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর নজির গড়ল।
🇧🇩 শোকাহত ক্রীড়াঙ্গন
সোমবারের সেই মর্মন্তুদ ঘটনায় সারা বাংলাদেশে নেমে আসে শোকের ছায়া। ক্রীড়াঙ্গনও ব্যতিক্রম ছিল না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ফুটবল ফেডারেশন (বাফুফে), এবং অসংখ্য জাতীয় তারকা ক্রিকেটার ও ফুটবলার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। এমনকি অনেক বিদেশি ক্রীড়াবিদও দুঃখ প্রকাশ করেছেন মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে।
😔 সমবেদনায় বিতর্ক?
তবে এই মানবিক উদ্যোগের মাঝেই দেখা দেয় অনাকাঙ্ক্ষিত বিতর্ক।
একটি ফেসবুক পেজ ‘নিউজওলা’ দাবি করে, পেনিয়া বাংলাবার্সা যে সমবেদনার চিঠি পেয়েছে, সেটি নাকি বানোয়াট।
তীব্র প্রতিবাদ জানিয়ে পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা জানিয়েছে:
‘আমরা খুবই হতাশ এই ভিত্তিহীন অভিযোগে। নিউজওলা যে চিঠিটি নিয়ে প্রশ্ন তুলেছে, তা বার্সারই অন্য একটি পেনিয়ার সঙ্গে ফরম্যাটে মিলে যাওয়ায় সন্দেহ করা হয়েছে। অথচ সেটি সম্পূর্ণ সত্য ও অফিসিয়াল।’
তারা আরও জানিয়েছে:
‘এ ধরনের ভিত্তিহীন প্রচারণা শুধু মিথ্যা তথ্যই ছড়ায় না, বরং আমাদের অফিসিয়াল স্বীকৃতি ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট পেজকে মিথ্যা দাবি তুলে নেওয়ার আহ্বান জানাই।’
🏟️ বার্সা পেনিয়ার মানবিক রূপ
উল্লেখ্য, পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা হচ্ছে বার্সেলোনার একমাত্র অফিসিয়াল স্বীকৃত ফ্যান ক্লাব বাংলাদেশে। মাঠের খেলার বাইরে তারা ক্লাবটির ভাবমূর্তি রক্ষা এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখে।
✨ শেষকথা:
শুধু খেলার মাঠে নয়, মানবিকতাতেও বার্সেলোনা বিশ্বসেরা। মাইলস্টোনের এই শোকাবহ অধ্যায়ে তাঁদের পাশে দাঁড়িয়ে তা আরও একবার প্রমাণ করল তারা।
আজকের প্রথা/ফা-আ