ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হ্যাস্টিংসের ১৮ বলের ওভার


ক্রিকেটে বিরল দৃশ্য ১৮ বলেও ওভার শেষ হয়নি অস্ট্রেলিয়ার জন হ্যাস্টিংসের। ছবি : সংগৃহীত
ক্রিকেট ইতিহাসে এক অদ্ভুতুড়ে ঘটনা ঘটালেন অস্ট্রেলিয়ান পেসার জন হ্যাস্টিংস। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লেজেন্ডস’ টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বোলিং করতে নেমে তিনি ১২টি ওয়াইড এবং একটি নো বল দেন। সব মিলিয়ে ১৮ বল করেও একটি ওভার শেষ করতে ব্যর্থ হন এই অভিজ্ঞ বোলার।
গতকাল লেস্টারের গ্রেস রোডে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে পাকিস্তান চ্যাম্পিয়ন্স মুখোমুখি হয়। আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ৭৪ রানে অলআউট হয়। পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমল দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। পুরো ২০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া, মাত্র ১১.৫ ওভারে দলটি গুটিয়ে যায়।
জবাবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স মাত্র ৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে সহজ জয় তুলে নেয়। এই ম্যাচেই ঘটে হ্যাস্টিংসের অদ্ভুতুড়ে বোলিংয়ের ঘটনা। তার ওভার শুরুতেই শোয়েব মাকসুদের বিপক্ষে ৫টি ওয়াইড দেন তিনি। এরপর বল পরিবর্তন করে শারজিলের বিপক্ষে একটি চার দেন, সঙ্গে একটি নো বল, ওয়াইড বাউন্সার ও লেগ বাই।
ওভারের নিয়ন্ত্রণ ফেরাতে রাউন্ড দ্য উইকেট থেকে বল করে ফের ৩টি ওয়াইড দেন। এমনকি অন্য প্রান্ত থেকে বল করেও আরও ২টি ওয়াইড দেন। শেষ পর্যন্ত ১২টি ওয়াইড ও একটি নো বল দিয়ে এক ওভারে ১৮ বল করেও হ্যাস্টিংস ওভার শেষ করতে পারেননি। ৯ ওভার হাতে রেখেই পাকিস্তান সহজ জয় নিশ্চিত করে।