আবারও মেসির নেতৃত্বে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা!


বিশ্বকাপে আর্জেন্টিনার নেতৃত্বে মেসিই, নিশ্চিত করলেন শীর্ষ কর্মকর্তা
লিওনেল মেসির নেতৃত্বেই ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা—এমনটাই জানালেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান বিপণন কর্মকর্তা লিয়ান্দ্রো পিটারসেন।
তিনি বলেন,
"মেসি শারীরিকভাবে দুর্দান্ত ফর্মে আছেন। এই মৌসুমে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো। আমি নিশ্চিত, তার নেতৃত্বেই আগামী বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা। এমনকি আমি মনে করি, তিনি এবারও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের একজন হবেন।"
৩৭ বছর বয়সেও গোলের ক্ষুধা কমেনি মেসির। ইন্টার মায়ামির হয়ে গত ২৯ ম্যাচে করেছেন ২৪ গোল, সঙ্গে ৮টি অ্যাসিস্ট। ফিটনেস ও মাঠের নেতৃত্বে এখনো তিনি অবিচল, আত্মবিশ্বাসী।
জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনার কেন্দ্রে রেখেছেন মেসিকে। এমনকি বিশ্বকাপে ফর্ম ধরে রাখতে মেসি আবার ইউরোপে ফেরার চিন্তা করছেন বলে খবর রটেছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে।
তবে যুক্তরাষ্ট্রেই যে পরবর্তী বিশ্বকাপের ম্যাচগুলোর অনেকগুলো অনুষ্ঠিত হবে, সেটাই এখন মেসির অন্যতম সুবিধা। পরিচিত পরিবেশ, জলবায়ু এবং প্রশিক্ষণব্যবস্থা তাকে প্রস্তুতি নিতে সহায়তা করবে বলেই বিশ্বাস আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের।
বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে মেসির নাম ইতিহাসে লেখা হয়ে গেছে অনেক আগেই। এবার লক্ষ্য, শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে বিশ্বমঞ্চ মাতানো—একবার নয়, আরেকবার।
আজকের প্রথা/ফা-আ