উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোতে রিয়ালের নাটকীয় জয়


এল ক্লাসিকো: পেদ্রির ক্যারিয়ারে প্রথম লাল কার্ড, বার্নাব্যুতে উত্তেজনার পর জয় রিয়ালের। ছবি: সংগৃহীত
লা লিগার সবচেয়ে আলোচিত ম্যাচ এল ক্লাসিকোতে আবারও উত্তেজনার ঝড় উঠে সান্তিয়াগো বার্নাব্যুতে। রোববার রাতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াই শেষ হয় রিয়ালের ২-১ গোলের নাটকীয় জয়ে। ম্যাচের শেষভাগে পেদ্রির ক্যারিয়ারের প্রথম লাল কার্ড এবং দুই দলের খেলোয়াড়দের তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতিতে মাঠ সরগরম হয়ে ওঠে।
খেলার যোগ করা সময়ের দশম মিনিটে রিয়ালের অঁরেলিয়ে চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন পেদ্রি। সেই মুহূর্ত থেকেই ডাগআউটে থাকা খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বার্সার আলেহান্দ্রো বাল্দে বেঞ্চ থেকে হলুদ কার্ড দেখেন এবং রিয়ালের ব্যাকআপ গোলরক্ষক আন্দ্রে লুনিনকে সতর্ক করা হয়।
শেষ বাঁশি বাজতেই বার্নাব্যুতে শুরু হয় রিয়ালের উল্লাস। তবে সেই সময় মাঠেই ফের ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন লামিনে ইয়ামাল ও ভিনিসিয়ুস জুনিয়র। সতীর্থ ও কোচদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনার রেশ কাটেনি। রাফিনিয়া ও ভিনিসিয়ুসের মধ্যেও বাকবিতণ্ডার দৃশ্য দেখা যায় সাইডলাইনে।
জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও শক্তিশালী করলো রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। ক্লাসিকোর আবেগ, প্রতিশোধ আর মর্যাদার লড়াই আবারও প্রমাণ করলো ফুটবল কেন শুধুই খেলা নয়, অনুভূতির সর্বোচ্চ প্রকাশ।









