মধুপুর এসি ল্যান্ডের নাম ভাঙ্গিয়ে প্রতারনার চেষ্টা


কল ফরওয়ার্ডিং সেটিংস পরিবর্তন করে বিভিন্ন ধরনের প্রতারণা করছে সাইবার অপরাধীরা । ছবি : আজকের প্রথা গ্রাফিক্স
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের হোটেল, রেস্তোরাঁ ও কসমেটিকস দোকানগুলোতে একটি প্রতারকচক্র মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছে। এসি ল্যান্ড অফিসের পরিচয় দিয়ে ০১৯২৭৫৩৫৯৬১ নম্বর থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে একাধিক ব্যবসায়ী জানিয়েছেন।
জানা গেছে, অনেক প্রতিষ্ঠান ভয়ে চাঁদা পরিশোধও করেছে। এসব ঘটনায় বিব্রত হয়েছেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চাঁদা আদায়ের সঙ্গে উপজেলা ভূমি অফিসের কোনও সম্পৃক্ততা নেই এবং এটি একটি সরাসরি প্রতারণা।
২২ জুলাই ২০২৫ তারিখে উপজেলা ভূমি অফিসের ফেসবুক পেইজে দেওয়া সতর্কবার্তায় এসি ল্যান্ড পিয়া বলেন,
“একটি জালিয়াতচক্র ০১৯২৭৫৩৫৯৬১ নম্বর থেকে আমার অফিসের পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে মোবাইল কোর্ট পরিচালনার হুমকি দিচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক।”
তিনি মধুপুরবাসীকে এই ধরনের প্রতারকচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর ইসলাম জানান, অভিযোগের সত্যতা রয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও হোটেল মালিকদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।